বার্ষিক পরিক্ষার সমাপ্তি ও শীতকালীন ছুটি উপলক্ষ্যে আজ ১৪ ডিসেম্বর ২০২৩ইং বৃহস্পতিবার হইতে ২২ ডিসেম্বর ২০২৩ইং শুক্রবার পর্যন্ত মাদ্রাসা বন্ধ থাকিবে।
এতদ্বারা মাদরাসাতু দাওয়াতিল কোরআন এর ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার্ষিক পরিক্ষার সমাপ্তি ও শীতকালীন ছুটি উপলক্ষ্যে আজ ১৪ ডিসেম্বর ২০২৩ইং বৃহস্পতিবার হইতে ২২ ডিসেম্বর ২০২৩ইং শুক্রবার পর্যন্ত মাদ্রাসা বন্ধ থাকিবে।
অভিভাবকদের প্রতি আহবান_____
আপনার সন্তান মাদ্রাসায় থাকা অবস্থায় তার তালীম-তরবিয়ত ও আমল-আখলাকের প্রতি আমরা যথাযথ খেয়াল রাখার চেষ্টা করছি। এখন যেহেতু মাদ্রাসা বন্ধ সুতরাং ছুটিকালীন বাড়ীর আমলের যে রুটিন দেওয়া হয়েছে সে রুটিন অনুযায়ী তার আমল, আখলাক ও চালচলনের প্রতি গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন। কোন অবস্থায় যেন এলাকার খারাপ ছেলে-মেয়েদের সাথে মিশতে না পারে এবং মোবাইল, টেলিভিশন, গান, বাজনা ও যাবতীয় অনৈতিক কাজ থেকে বিরত থাকে এর প্রতি বিশেষ নজর
রাখবেন।
________বিশেষ লক্ষনীয়________==
★হিফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের বাধ্যতামূলক প্রতিদিন ৩পারা তেলাওয়াত করতে হবে। এতে অভিভাবকবৃন্দ তদারকী করেবেন।
★ ২৩ ডিসেম্বর ২০২৩ইং আসরের পূর্বে আপনার সন্তানের প্রয়োজনীয় আসবাপপত্র সহ তাকে বুঝিয়ে দিবেন এবং বেতন/বকেয়ার টাকা নিজ দায়িত্বে মাদ্রাসার অফিসে জমা দিবেন।
★খোলার তারিখ মাগরিবের পূর্বে না আসলে ২০০/= (দুইশত টাকা) ফি জমা দিয়ে ভর্তি নবায়ন করতে হবে।
★ছুটি কালীন সময়ে রুটিন অনুযায়ী আমল করেছে কিনা তা মন্তব্যসহ উল্লেখ করে দিবেন।
★দৈনিক বাধ্যতামূলক ৩ পৃষ্ঠা হাতের লেখা লিখতে হবে।
______আবাসিক ছাত্রদের সাথে সাক্ষাতের সময় সূচীঃ
★সকাল ৯.৩০ মিনিট থেকে ১০টা।
★আসরের পর থেকে মাগরিবের ১৫ মিনিট পূর্ব পর্যন্ত উক্ত সময়ে মাদ্রাসার অফিসের মোবাইল (01680182661)
কথা বলতে পারবেন।
★সল্প সময়ের জন্য বাহিরে নিতে হলে, আসর থেকে মাগরিবের ১৫মিনিট পূর্ব পর্যন্ত নেয়া যাবে।
★ সকালে নেয়া যাবে না।
★অভিভাবকগণ মোবাইলে প্রয়োজনীয় কথা সর্বোচ্চ ৩ থেকে ৫মিনিটের মধ্যে শেষ করবেন এবং সপ্তাহে সর্বোচ্চ ১ বার সাক্ষাত বা মোবাইলে কথা বলতে পারবেন।
★ক্লাস চলাকালীন বহিরাগতদের প্রবেশ নিষেধ।